সংসদ অধিবেশন বসছে বিকেলে

সংসদ অধিবেশন বসছে বিকেলে

parlamentদু’দিন বিরতির পর আজ রবিবার বিকাল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন বসছে। বৃহস্পতিবার চলতি ১৯তম অধিবেশনের তৃতীয় বেসরকারি সদস্য দিবসে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিল’ ২০১৩ পাসের পর দুই দিনের জন্য মুলতবি করা হয়।

তবে চলতি সপ্তাহের শেষে ঈদ-উল-আযহা ও দুর্গাপূজা উপলক্ষে কমপক্ষে ১০ দিনের জন্য অধিবেশন মুলতবি করা হবে।

সংসদ সচিবালয় জানায়, ঈদ ও পূজার পর আগামী ২১ অক্টোবর অধিবেশন পুনরায় শুরু হয়ে ২৪ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে। তবে অধিবেশন ১০ দিনের বেশি মুলতবি করার চিন্তা-ভাবনা রয়েছে। ঈদের পর নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যদের রাজধানীতে ফিরতে দুই একদিন বেশি সময় লাগতে পারে বিবেচনায় নিয়ে মুলতবির সময় বাড়তে পারে।

পূর্বের মতোই চলতি অধিবেশনে যোগদান করার সম্ভাবনা নেই বিএনপির। বিএনপি দলীয় সূত্র জানায়, বিরোধী দলের সংসদে যোগদান করার বিষয়টি সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভর করছে। সরকার যদি সংসদে নিজ থেকে তত্ত্বাবধায়ক সরকার বিল নিয়ে আসে তাহলেই বিএনপি যোগদান করবে। এ বিষয়ে সরকারের দিক থেকে ইতিবাচক কোন সাড়া দেখা যাচ্ছে না। ফলে বিএনপির যোগদান করার বিষয়টি অনিশ্চিত।

বাংলাদেশ