আজ ফাইনালে রাজস্থানের সঙ্গী মুম্বাই

আজ ফাইনালে রাজস্থানের সঙ্গী মুম্বাই

CL-T20শনিবার ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন ত্রিনিদাদ এন্ড টোবাগোকে  ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ফাইনাল নিশ্চিত করলো মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের এই দলটির জয়ে বড় ভূমিকা নিলেন ডিআর স্মিথ এবং শচীন টেন্ডুলকার।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান তোলে ক্যারিবিয়ান দলটি৷ জবাবে ১৯.১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান তুলে নেয় রোহিত শর্মারা৷ মাত্র ৩৮ বলে ৫৯ রান করেন স্মিথ৷ পাশাপাশি ৩১ বলে ৩৫ রান করেন শচীন৷ এদিন ২৬ রান করার সঙ্গে সঙ্গেই সব ধরণের ক্রিকেটে ৫০ হাজার রান পূর্ণ করেন শচীন৷ এছাড়া দীনেশ কার্তিক অপরাজিত ৩৩ রান করেন৷

ক্যারিবিয়ানদের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্মিথ এবং শচীন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই খেলা শুরু করেন৷ ওপেনিং জুটিতেই ৯০ রান তোলে মুম্বাই৷ ৭ চার এবং ২ ছক্কার সাহায্যে ৫৯ রান করেন স্মিথ৷ এই ম্যাচে শচীনও পিছিয়ে ছিলেন না৷ ২ চার এবং ২ ছক্কা মারেন তিনি৷ শচীনের আউট হওয়ার পরে রায়াডু তেমন সুবিধা করতে না পারলেও রোহিত শর্মা এবং দীনেশ কার্তিক দলের হাল ধরেন৷ মুম্বাই অধিনায়ক ২৫ রান করেন৷ পরে পোলার্ডকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু বেশ ভাল ভাবেই সারেন কার্তিক৷

দুরন্ত অর্ধ-শতরান করার জন্য ম্যাচ সেরা হন স্মিথ।

রবিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও মুম্বাইর দুই বিদায়ী তারকা রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার।

খেলাধূলা