পুজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মদ বিক্রি বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য আবগারি দফতর। গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে মদ বিক্রির লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।
আবগারি দফতর সূত্র জানায়, গত অর্থবছরে রাজ্য সরকার আবগারি খাতে আয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল প্রায় ২৭০০ কোটি টাকা। এবার তা ৩২০০ কোটি টাকা। আশা করা হচ্ছে গতবারের মতো এবারও লক্ষ্যমাত্রা পূরণ হবে। এদিকে গত ২৩ সেপ্টেম্বর থেকে মদের উপর কর বাড়ানোয় বিক্রি কমতে পারে বলেও তাদের আশঙ্কা।
আবগারি দফতরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, চলতি অর্থবছরে আবগারি খাত থেকে প্রত্যাশা অনুসারে রাজস্ব সংগ্রহ হয়নি। তাই পুজার সময়ে মদ বিক্রি বাড়িয়ে রাজস্ব আদায়ে জোর দেয়ার জন্য নিদের্শ দেওয়া হয়েছে। নির্দেশ এসেছে, পুজার সময়ে জেলার আধিকারিকরা ছুটি পাবেন না। তবে মহাষ্টমী ও ঈদের দিন মদের দোকান বন্ধ রাখার নির্দেশ বহাল থাকছে।
বাঁকুড়া জেলার আবগারি সুপার প্রদীপকুমার পাল জানান, রাজস্ব বাড়তে সব ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি মদের বিক্রি বন্ধে অভিযান চলবে। উৎসবের সময়ে বিষাক্ত মদ থেকে দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্যও নজরদারি চলবে।