বরগুনা-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

বরগুনা-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

barguna_2-upo_electionবরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এটি বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রিটার্নিং অফিসার ও বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক সাংবাদিকদের জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গ্রহণ করা হয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ প্রায় চার হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।

তিনি জানান, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একটি করে মোট ২০টি মোবাইল ফোর্স, ৮টি স্ট্রাংকিং ফোর্স, ২০টি র্যারব টিম, ছয় প্লাটুন বিজিবি এবং তিন প্লাটুন কোস্ট গার্ড নিয়োগ করা হয়েছে।

জেলার পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলাকে নিয়ে গঠিত বরগুনা-২ আসন। দুইটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত আসনটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩১ হাজার ১৭৩ জন।

মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৭৮৮ জন এবং নারী ভোটার এক লাখ ১৮ হাজার ৩৮৫ জন। মোট ৯৬টি ভোটকেন্দ্রের ৫২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে শওকত হাচানুর রহমান রিমন নৌকা ও ইসলামী আন্দোলনের গোলাম সরোয়ার হিরু হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য গোলাম সবুর টুলু মারা গেলে আসনটি শূন্য হয়।

 

বাংলাদেশ