জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার অভিনব ঘটনার সূত্রপাত ঘটেছে। আন্দোলনরত শিক্ষকদের পাল্টা কর্মসূচি হিসেবে নিজের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তিনি ঢাকা থেকে ফিরে ক্যাম্পাসে তার বাড়ির সামনে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান দেখে নিজেও চাদর বিছিয়ে বসে পড়েন।
এর আগে সাধারণ শিক্ষকদের ব্যানারে কিছু শিক্ষক উপাচার্য ড. আনোয়ার হোসের পদত্যাগের দাবিতে কয়েকবার অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন ধরণের কর্মসূচি পালন করছিলেন। উপাচার্যকে তার কার্যালয়ে বেশ কয়েকদিন তারা অবরুদ্ধও করে রেখেছিলেন এ দাবিতে। পরে আদালতের নির্দেশে সে অবস্থার অবসান ঘটলেও শিক্ষকদের কর্মসূচি থামেনি।
বেঁধে দেয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় দুপুর থেকে উপাচার্যের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে অর্ধশতাধিক শিক্ষক।
এসময় শিক্ষকদের কর্মসূচির সমালোচনা করে উপাচার্য সাংবাদিকদের বলেন, আন্দোলনরত শিক্ষকদের অবস্থান থাকলে তিনিও তার কর্মসূচি চালিয়ে যাবেন।
তিনি আরো বলেন, “উপাচার্যের বাসার সামনে শিক্ষকরা বসে আছেন দেখে আমিও বসে পড়লাম। একজন উপাচার্যের বাসার সামনে শিক্ষকরা এভাবে বসে থাকতে পারেন না! একজন শিক্ষকও যদি এখানে বসে থাকেন তবে আমি বাসার ভেতরে যাবো না।”
অধ্যাপক আনোয়ারের সঙ্গে তার স্ত্রীও অংশ নেন। তাছাড়া রাতের বেলায় তারা ঘুমাচ্ছেন রাস্তায়। তাদের আশেপাশেই আছেন আন্দোলনরত শিক্ষকরাও।
শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল ইসলাম উপাচার্যের এই অবস্থানকে ‘নাটক’ আখ্যায়িত করে বলেছেন, তিনি এখন ঘটনাকে ভিন্ন দিকে নিতে এই কাজ করছেন। আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা তো তাকে বাসায় ঢুকতে বাধা দিচ্ছি না। তিনি বাসায় ঢুকছেন না কেন?
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে অধ্যাপক আনোয়ার হোসেন নিজ বাসায় ঢুকতে গেলে গেটের সামনে আন্দোলনকারী শিক্ষকদের দেখতে পান। তখন তিনি বাসার কর্মচারীকে দিয়ে একটি মাদুর আনিয়ে বাসভবনের প্রধান গেটের সামনে বিছিয়ে স্ত্রীকে নিয়ে বসে পড়েন এবং রাস্তাতেই যাত্রীযাপন করেন।