বিচারপতি অখিল মোকতারের বাসা থেকে দুর্নীতির ২ লাখ ৬০ হাজার ডলার উদ্ধারসহ এই প্রধান বিচারপতিকে দুর্নীতি দমন কমিশন বুধবার গ্রেপ্তার করছে। অখিল ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি। গত আগস্টে তাকে ৫ বছরের মেয়াদে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ব্যাপক দুর্নীতির জন্য বিশ্বের বৃহত্তম মুসলিমপ্রধান দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়ায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় একটি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিচারপতি ওই ঘুষ নেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র জোহান বুদি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন সংসদ সদস্য এবং আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, দুই মাস আগে দুর্নীতির সাথে জড়িত থাকায় ইন্দোনেশিয়ার এনার্জি রেগুলেটরের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। সূত্র: আল জাজিরা।