সাভারের হেমায়েতপুরের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টির বেশে দোকান পুড়ে গেছে এবং আগুন নেভাতে আসা দমকল কর্মীসহ আহত হয়েছে অন্তত ২৫ জন। বুধবার গভীর রাতে হেমায়েতপুরের জয়নাবাড়ি সড়কে মোতালেব সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা যায়, বুধবার রাত ১ দিকে জয়নাবাড়ি প্রাইমারি স্কুলের বিপরীতে মোতালেব সুপার মার্কেটের কাছে থাকা সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত জ্বলন্ত তুষ থেকে আগুন একটি দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা আশেপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে এসে সাভার ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ব্যবসায়ীরা জানান, রাতে ঝড়ের মধ্যে রাস্তা সংস্কার কাজের জন্য পীচের ড্রামের নিচে থাকা জলন্ত তুষ উড়ে গিয়ে দাহ্য পদার্থের সংস্পর্শে মার্কটে আগুন ছড়িয়ে পড়ে। এসময় অনেক ব্যবসায়ী জলন্ত মার্কেটের সামনে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।