দুই দিন বিরতির পর আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় আবারো বসছে জাতীয় সংসদের অধিবেশন। আর এটি হবে সংসদের ৪০২ তম আসর। এদিকে প্রধান বিরোধী দল বিএনপি আগের সিদ্ধান্তেই অটল থাকায় চলতি অধিবেশনে যোগ দিচ্ছে না।
কার্যসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব কমিটির ১০ম প্রতিবেদন উপস্থাপন করবেন কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু।
সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিল, ২০১৩ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাস করার জন্য প্রস্তাব করবেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর সংসদের এ অধিবেশন শুরু হয়। ২৫ অক্টোবর পর্যন্ত অধিবেশনটি চলবে।