রায় আগে প্রকাশ হওয়ার ঘটনায় বড় ‘ইনভেস্টমেন্ট” রয়েছে: ট্রাইব্যুনাল

রায় আগে প্রকাশ হওয়ার ঘটনায় বড় ‘ইনভেস্টমেন্ট” রয়েছে: ট্রাইব্যুনাল

shaka-traibunalমুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপি আগেই ‘ফাঁস’ হওয়ায় ঘটনায় বড় ইনভেস্টমেন্ট ও ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ মন্তব্য করেন।

বুধবার সকালে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করলে ট্রাইব্যুনাল এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। আদালত বলেন, “ট্রাইব্যুনাল এ ঘটনায় দুঃখ প্রকাশ করছে। রায়ের আগেই রায়ের কপি ‘ফাঁস’ হওয়ার ঘটনায় দেশি-বিদেশী ষড়যন্ত্র আছে। এতে বড় ধরনের বিনিয়োগ আছে। ”

বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের চেয়ারম্যান (এটিএম ফজলে কবীর) প্রায় ৩২ বছর ধরে বিচার কাজ পরিচালনা করছেন।”

তিনি বলেন, আমি না হয় সামান্য ছোট একজন জাজ। কিন্তু এই ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অপর সদস্য বিচারপতি তো এতো ছোট নন। আমাদের দেয়া বিগত রায়গুলো পড়ে দেখুন। সাঈদীর সাহেবে বিরুদ্ধে রায় দেয়া হয়েছে, গোলাম আযমের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে তা পড়ে দেখুন।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, আমি সব সময় কোড অব কন্ডাক্ট মেনে চলি। আমাদের তো সব জায়গায় কথা বলা যায় না। আমাদের যা বলার তাই ট্রাইব্যুনালে বসেই বলতে হয়।  এ সময় তিনি চ্যানেল২৪ এর টকশোর বিষয়টি টেনে বলেন, “তারা কিভাবে বিচার নিয়ে কথা বলেন।”

তিনি বলেন, বিচরপতি শামীম একজন সিনিয়র সিটিং বিচারপতি। তার বিষয়ে আমরা কিভাবে সমন জারি করি। তারপরও আমরা তার বিষয়ে বলেছি, তিনি এলে সাক্ষ্য গ্রহণ করবো, কিন্তু তার বিষয়ে সমন জারি করতে পারি না।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসার বিচার। জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় যায়, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার হবে এবং প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে।”
এ বিষয়ে প্রসিকিউশনেক উদ্দেশ্য করে আদালত বলেন, আপনারা এ বিষয়ে একটি লিখিত আবেদন করুন। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
৭১-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার বিএনপি নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী সাংবাদিকদের কাছে রায়কে সাজানো বলে দাবি করেন।
তিনি বলেন, এই রায় আগে থেকেই সাজানো। রায় প্রকাশের আগের দিন থেকেই ওই রায় বেশ কিছু ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আমি রায়টি (কথিত) ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে এসেছি।
তিনি বাধাঁই করা (প্রিন্টেড ফটোকপি) একটি বই দেখিয়ে দাবি করেন, এটি কিছুক্ষণ আগে টাইব্যুনালের দেয়া রায়ের অনুলিপি। ওয়েবসাইট থেকে এটি সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এটা সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে। এটা রায় নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করার অপপ্রয়াস মাত্র।

 

বাংলাদেশ