ট্রাইবুনালে বিচারপতিরা চলে এসেছেন সাকা চৌধুরীর রায় পড়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল দশটা ৪৩ মিনিটে সূচনা বক্তব্য দেন চেয়ারম্যান বিচারপতি একেএম ফজলে কবীর। তার এক মিনিটের বক্তব্য শেষ হলে মোট ১৭২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু হয়। রায়ের প্রথম অংশ পড়ছেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আনোয়ারুল হক। দ্বিতীয় অংশ পড়বেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। সবশেষে মূল রায় ঘোষণা করবেন চেয়ারম্যান বিচারপতি একেএম ফজলে কবীর।
এর আগে সকাল দশটা ২৫ মিনিটের দিকে একে একে ট্রাইব্যুনালে এসে পৌঁছান ট্রাইব্যুনালের ৩ বিচারপতি। তারা তাদের খাস কামরা থেকে এজলাসকক্ষে আসেন দশটা ৪২ মিনিটে। এরপর রায় ঘোষণা শুরু হয়।
এর দুই মিনিট আগে সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালের এজলাসকক্ষে তোলা হয় সাকা চৌধুরীকে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনালে পৌঁছে সকাল ১০টার দিকে। রায় ঘোষণা শুরু হওয়ার আগ পর্যন্ত তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়।