বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে গতকাল সোমবার বিকেল থেকে শাহবাগে সরকার সমর্থক গণজাগরণ মঞ্চের কর্মীদের অবস্থান নেওয়ার ঘোষণা থাকলেও কর্মীর অভাবে তেমন সাড়া পাওয়া যায়নি।
আজ মঙ্গলবারেও সকাল সকাল সাড়ে নয়টা পর্যন্ত শাহবাগে কাউকে দেখা যায়নি। তবে কমীর দেখা না মিললেও সকাল থেকেই বেশ কয়েকটি টেভিভিশন চ্যানেলের প্রতিবেদক ও ক্যামেরামান উপস্থিত ছিলেন। পরে ১০টার দিকে মিনিটে ৬ জনের একটি মিছিল এসে জাদুঘরের সামনে অবস্থান নেয়।
এই ৬ জনের দল সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এরপর বেলা ১০টা ৫ মিনিটে শাহবাগে আসেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ইমরান এইচ সরকার।
তিনি এসে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তার সঙ্গে আসা লোকজন মিলে সর্বশেষ ১৫-২০ জন হয়েছে। আর ১৫/২০ জন পুলিশ সদস্য তাদের কাছাকাছি অবস্থান নিয়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
শাহবাগে অবস্থানকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মী সংকটে এখন তারা কোনো কর্মসূচি পালন করবেন না। বেলা ১১টার পরে লোকজন আসলে মিছিল বের করার সিদ্ধান্ত হয়েছে।