পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধে, বিজিবি মোতায়েন

পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধে, বিজিবি মোতায়েন

shavarন্যূনতম বেতন ৮ হাজার টাকা করার দাবিতে টানা ৫ দিন বিক্ষোভের পর আজ বৃহস্পতিবার গাজীপুর ও নারায়াণগঞ্জের অধিকাংশ পোশাক কারখানা খুলে দেয়া হলে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছে। তবে আশুলিয়ার জিরানী বাজার এলাকার কয়েকটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আবারো অবরোধের চেষ্টা করেছে পোশাক শ্রমিকরা।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকরা পুলিশের ওপর চোরাগুপ্তা হামলা চালায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর জেলার দক্ষিণ পানিশাইল এলাকার মাছিহাটা গ্রুপের শ্রমিকসহ আশপাশের প্রায় ১০টি কারখানার শ্রমিকরা সকাল থেকেই জড়ো হতে থাকেন। তারা মহাসড়কে এসে অবস্থান নেয়ার চেষ্টা করে। এ সময় তারা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়ার শিল্প পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার জানান, এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। পরিস্থিতির সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিজিবিও মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ