স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা জয়ের ধারা অব্যাহত রাখলেও নেইমার কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত ষষ্ঠ ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমার ও লিওনেল মেসির যুগলবন্দিতে ‘ক্ষুরধার’ বার্সা ৪-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
লা লিগায় জেরার্ডো মার্তিনোর বার্সেলোনা জিতেই চলেছে। মঙ্গলবার ন্যু ক্যাম্পে ষষ্ঠ ম্যাচেও জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলের এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।
ঘরের মাঠে ক্যাম্প নউ-এ পঞ্চম মিনিটেই হতাশা দূর করে গোলের দেখা পেয়ে যান নেইমার।
তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। এনিয়ে লিগে সর্বাধিক সাত গোল করলেন আর্জেন্টাইন তারকা। ২৩ মিনিটে সার্জিও বুসকেটসের গোলে প্রথমার্ধ ৩-০ ব্যবধানে শেষ করে বার্সা।
৬৪ মিনিটে আলবার্তো দে লা বেলা ৩-১ করলেও তাতে তেমন লাভ হয়নি সোসিয়েদাদের।
৭৭ মিনিটে ডিফেন্ডার মার্ক বারত্রার গোল বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দেয় বার্সার।