মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের জামিন নামঞ্জুর করেছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম শামছুল আলম এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদনে বলেন, আসামি আদিলুর রহমানের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। যে কারণে তিনি জামিন পেতে পারেন।
আপরদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, হেফাজতের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে অপপ্রচার করেছেন আদিলুর। যে কারণে তিনি জামিন পেতে পারেন না।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদিলুরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ১০ আগস্ট আদিলুরকে গ্রেফতার করে পুলিশ।