সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

BSF-border1আবারো এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। চুয়াডাঙ্গার জীবননগগরের বেনীপুর সীমান্তে হারুন (২৫) নামের এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে তারা। হারুন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের আখের মণ্ডলের ছেলে।

বিজিবির সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত একটার দিকে বেনীপুর সীমান্তের ৬১নং মেইন পিলারের কাছ দিয়ে সাত-আটজন ব্যবসায়ী গরু আনার জন্য ভারতে প্রবেশ করলে নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার নোনাগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে। এ সময় হারুন বিএসএফের হাতে ধরা পড়ে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার সকাল সাতটায় তাকে ফেরত চেয়ে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যামেপ বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এ খবর লেখার সময় পর্যন্তও বিএসএফ বিজিবির চিঠির উত্তর দেয়নি।

বাংলাদেশ