নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে পোশাকখাতে অস্থিরতা সৃষ্টি করছে। আমি মনে করি এটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর অপচেষ্টা। কোন গার্মেন্টস শ্রমিক কারখানা ভাঙ্গচুর করতে পারেনা।
সোমবার দুপুর ১২ টায় সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রনালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় বৈঠকে এমন অভিযোগ করেন তিনি। পোশাকখাতের অস্থিরতা নিরসনে সরকার, মালিক ও শ্রমিক নেতারা এ জরুরী বৈঠকে বসে।
শাহাজাহান খান বলেন, মজুরী নিয়ে শ্রমিকদের দাবী এবং মালিকদের প্রস্তাব কোনটিই সঠিক নয়। এজন্য সব পক্ষের আলোচনার মধ্য দিয়ে এর সমাধান করতে হবে।
এ বৈঠকে সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। উপস্থিত ছিলেন শ্রম সচিব মিকাইল শিপার, সংসদ সদস্য ও সাবেক বিজিএমইএ সভাপতি টিপু মুন্সি, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও সালাম মুর্শেদী, বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি এস এ মান্নান কচি।
শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত আছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহানারা বেগম, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ’র সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েলসহ আরো অনেকে।