রাজশাহী ও সিলেটে ইসলামী ছাত্রশিবির কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনন্ত ৪৫ জন আহত হয়েছে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার গণকপাড়া এলাকায় পুলিশের সাথে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সোয়া ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ছাত্রশিবির নেতাকর্মী জড়ো হয়ে নগরীর গনকপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বেরকরে। মিছিলটি সাহেব বাজারের দিকে এগিয়ে গেলে পিছন থেকে পুলিশ মিছিলকারিদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুঁড়ে। এসময় শিবির কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
পরে পুলিশ আরো অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
মহানগর শিবিরের ভারপ্রাপ্ত অফিস সম্পাদক এমএ মালেক জানান, সংঘর্ষে তিনিসহ অন্তত ১৩ জন শিবির কর্মী আহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি এই শিবির নেতা। তবে তাদের নগরীর বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, এসময় শিবিরদের ছোঁড়া ককটেলের আঘাতে পুলিশ কনস্টেবল জানে আলম ও জাহিদুল ইসলাম আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি বলেন, শিবির কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে অন্তত ৬৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গতাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এছাড়া শিবির কর্মীদের আটক করতে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে জানান জিয়াইর রহমান।
অন্যদিকে, সকাল ১০টার দিকে সিলেট নগরের জেলগেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ তাদের বাঁধা দেয়।
এক পর্যায়ে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় শিবির কর্মীরা ১০/১২টি সিএনজি ও লেগুনা ভাঙচুর করে।
সংঘর্ষে শিবির ও পুলিশের কমপক্ষে ৩০জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শিবিরের সংঘবদ্ধ অবস্থানের মুখে পুলিশ সদস্যরা বন্দর এলাকা দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সোয়া ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০-৩০ জন ছাত্রশিবির নেতাকর্মী জড়ো হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি গণকপাড়া মোড়ের দিকে এগিয়ে গেলে পিছন থেকে পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে। এসময় শিবির কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ।
পরে পুলিশ আরো অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।