গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় ব্যাংক: অর্থমন্ত্রী

গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় ব্যাংক: অর্থমন্ত্রী

গ্রামীণ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ রোববার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গ্রামীণব্যাংক আইনের নতুন যে সংশোধনী আনা হচ্ছে তার আওতায় বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে আসবে গ্রামীণব্যাংক। যেটি এখন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে।

অর্থমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি- গ্রামীণ ব্যাংক মাইক্রোক্রেডিট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হয় না। কিন্তু এটাকে একটা নিয়ন্ত্রণ সংস্থার অধীনে আনতে হবে। তাই আমরা গ্রামীণ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের অধীনে আনার চিন্তা করছি। এ লক্ষ্যে নতুন আইন হচ্ছে।

এদিকে সরকার ইউনূসের সঙ্গে আইনি লড়াই করবে বলে তিনি জানান। তিনি বলেন, এ বিষয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেবেন তবে জানি না।

বাংলাদেশ