পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা: সিইসি

পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা: সিইসি

comisonআসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদেরকে জানান, পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

সিইসি বলেন, পরিস্থিতির প্রয়োজনে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবো। আগেও এই ধরনের আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ব্যাপারে কমিশন কোনো সিদ্ধান্ত নেইনি।

তিনি বলেন, বরগুনা-২ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেছি। বরাবরের মতো এবারো প্রতিটি কেন্দ্রে ২৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।

বরগুনা নির্বাচন নিয়ে তিনি বলেন, বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা আজকে উপস্থিত হয়েছেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সকলে কথা বলেছেন। আমরা আশা করছি, কোনো প্রকার সমস্যা হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

বিএনএফের নিবন্ধনের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আইন অনুযায়ী আমরা বিএনএফকে ১৫ দিন সময় দিয়েছি। পরবর্তীতে তারা অভিযোগ করেছে তাদের ব্যাপারে কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা সঠিক রিপোর্ট দেয়নি। তাদের অভিযোগের ভিত্তিতে তাদের আমরা ৭ দিনের আরেকটি সুযোগ দিয়েছি। এই নিয়ে কাজ চলছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, কমিশনের অন্য সদস্য, সচিবসহ পুলিশ ও র‌্যাবের পদস্থ কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ