ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, তার দেশ কখনোই রাসায়নিক অস্ত্র তৈরি করবে না। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমঝোতা করার সব রকম এখতিয়ার তার রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম কোনো পশ্চিমা সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিলেন হাসান রুহানি।
এই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবার কাছ থেকে পাওয়া একটি চিঠির বর্ণনা দিয়ে তিনি বলেন, তার চিঠির বিষয়বস্তু ছিল খুবই ইতিবাচক ও গঠনমূলক। এ সময় তিনি ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচী নিয়ে বেশ খোলামেলা আলাপ করেন।
তিনি বলেন, তার দেশ কখনোই রাসায়নিক অস্ত্র তৈরি করবে না। পরমাণু কর্মসূচী নিয়ে সমঝোতার জন্য প্রেসিডেন্ট হিসেবে তার পূর্ণ এখতিয়ার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রুহানির আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।
ইরানে বিবিসির সংবাদ দাতা বলছেন, আমেরিকার এনবিসি সংবাদ সংস্থাকে এই সাক্ষাতকার প্রদানের মাধ্যমে ইরান আসলে বোঝাতে চাচ্ছে ওয়াশিংটনের সাথে কূটনৈতিক সম্পর্কের পুনর্মিলনের তারা বেশ তৎপর। ইরান বর্তমানে তার পরমাণু কর্মসূচীর কারণে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।
ইরান বলে আসছে, তারা পরমাণু কর্মসূচী কোনো বিধংসী কাজে ব্যবহার করবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ গুলো তা নাকচ করে দিয়ে বলেছে, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচী সমৃদ্ধ করছে।