সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় আজ বুধবার আবার বৈঠকে বসবে।
গতকাল মঙ্গলবার নিউইয়র্কে ৫ দেশের কুটনীতিকরা যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দেয়া খসড়া পরিকল্পনা নিয়ে আলোচনায় বসে। বৈঠকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য সেনা অভিযানের বিষয়টি উল্লেখ করার কথা বললেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলা কে চালিয়েছে তা নিয়ে গভীর মতবিরোধ দেখা দেয় ফ্রান্স ও রাশিয়ায়। প্রায় এক ঘণ্টার বৈঠকে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় আজ আবারো বৈঠকে বসবে তারা।
সূত্র: বিবিসি