জনপ্রশাসনে দক্ষ ও সৎ ব্যক্তিকে নিয়োগ দিন: প্রধানমন্ত্রী

জনপ্রশাসনে দক্ষ ও সৎ ব্যক্তিকে নিয়োগ দিন: প্রধানমন্ত্রী

hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসনে লোক নিয়োগে সব ধরনের প্রভাবমুক্ত থেকে দক্ষ ও সৎ ব্যক্তিকে নিয়োগ দিতে সরকারি কর্মকমিশন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার আগারগাঁওয়ে কর্মকমিশনের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন খাতে নেওয়া সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকারের সময়ে হাওয়া ভবনের তালিকা অনুযায়ী কর্মকমিশনে প্রার্থী বাছাইয়ের অভিযোগ সবার মুখে ছিল। ফলে যোগ্য ও মেধাবী ব্যক্তিরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘যখন বিএনপি-জামাত ক্ষমতায় ছিল তখন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল যে কর্মকমিশন থেকে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। দলীয় লোকদের নিয়োগ দেয়ার জন্য কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল। যেটা হয়েছিল কর্মকমিশনের উপর মানুষের যে বিশ্বাস ও আস্থা ছিল তা প্রশ্নবিদ্ধ হয়।’

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে সংশ্লিষ্ট কর্মপদ্ধতি ও নীতিমালা আধুনিক করা হয়েছে। কার্যক্রমের প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হয়েছে।

শেখ হাসিনা আগামী দিনেও সব ধরনের প্রভাবমুক্ত থেকে সৎ-যোগ্য ও মেধাবী ব্যক্তিদের নিয়োগের সুপারিশ করতে কর্মকমিশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করি আমরা কিন্তু জনগণের সেবক। জনগণের সেবা করা, তাদের জন্য কাজ করা এটাই আমাদের লক্ষ্য। প্রভাবমুক্ত থেকে উপযুক্ত লোক বাছাইয়ের কার্যক্রম অব্যাহত রাখবেন এটাই আমার প্রত্যাশা।’

তিনি বলেন, জনপ্রশাসনে দক্ষ ও  যোগ্য লোক নিয়োগের পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে আগামী ২০২১ সালের আগেই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নত করা সম্ভব হবে।

বাংলাদেশ