লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর হামলাকারীরা শনাক্ত

লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর হামলাকারীরা শনাক্ত

inuলন্ডনে এটিএন বাংলা অফিসে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর হামলাকারীদের শনাক্ত করেছে স্থানীয় মেট্রোপলিটন পুলিশ।  হামলাকারীদের শনাক্ত করা গেছে বলে তথ্যটি জানিয়েছেন এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইতোমধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে একটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু সেখানে কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে যে কোন মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে।

তিনি জানান, হামলাকারীরা মোট ৭ জন ছিল। রিসিপশনের ভেতরে প্রবেশ করেছে ২ জন। বাকিরা ছিল বাইরে। সিসিটিভির ফুটেজ অনুযায়ী, একজন হামলাকারী প্রথমে রিসিপশনে প্রবেশ করে মন্ত্রীর সঙ্গে করমর্দনের জন্য এগিয়ে যায়।

এরপর সঙ্গে সঙ্গে আরেকজন প্রবেশ করে। কথা বলতে বলতে তারা মন্ত্রীর ওপর হামলা চালায় এবং ডিম ছোড়ে মারে। অবস্থা বেগতিক দেখে মন্ত্রীর প্রটোকল অফিসার ইসমাইল হোসেন তাকে ফেলে নিরাপদ অবস্থানে চলে যান। পরে এটিএন অফিসের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

তিনি বলেন, মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সোমবার আমার ইন্টারভিউ ছিল। আমি ভিডিও ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত করেছি। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার কতে পারবে বলে আশাবাদী।

বাংলাদেশ