গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করলে অন্তত ১৫ শ্রমিক আহত হয়।
বুধবার সকালে বেতন বাড়ানোর দাবিতে কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নামতে চাইলে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার শেল ছুড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করে।
জানা যায়, হোতাপাড়া এলাকার গিভেন্সী, জাহিন টেক্স ও কেসিওপিয়া এ্যাপারেলস নামক কারখানা শ্রমিকরা তাদের ন্যূনতম বেতন ৮ হাজার টাকা নির্ধারণ করার দাবিতে সকালে কর্মবিরতি শুরু করেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দেয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে নাশকতার আশঙ্কায় ওই কারখানাগুলো একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা এলাকায় বিপুল সংখ্যক শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।