বিশ্ব মুসলিম সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশী মেয়ে লিজা

বিশ্ব মুসলিম সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশী মেয়ে লিজা

ligaইন্দোনিশয়ায় অনুষ্ঠিতব্য ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড মুসলিমা’ সুন্দরী প্রতিযোগিতায় এক বাংলাদেশী অংশ নিয়েছেন। এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী চট্টগ্রামের মিরসরাইয়ের মেয়ে নাজনিন সুলতানা লিজা।

আজ বুধবার তিনি চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। বিশ্বের মুসলিম দেশগুলোর ১০০ সুন্দরী মেয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সর্বশেষ ২০ জনের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন হবে। এবারের ‘ওয়ার্ল্ড মুসলিমা’ পুরস্কার হিসেবে পাবেন দুই কোটি ৫০ লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া অর্থাৎ দুই হাজার ২০০ ডলার৷ এর বাইরে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সৌদি আরবে হজ করা এবং তুরস্ক ও ভারতে আনন্দভ্রমণের সুযোগ৷

নাজনিন সুলতানা লিজার মা জমিলা আক্তার জানান, প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে গত ৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্যোশ্যে রওয়ানা দেন। প্রাথমিকভাবে ১০০ জন প্রতিযোগীর মধ্যে অংশ নিয়ে সে এখন সেরা ২০ জনের মধ্যে অবস্থান করছেন। লিজা ‘ওয়াল্ড মুসলিমা’ সুন্দরী প্রতিযোগিতায় চ্যম্পিয়ন হয়ে বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবার কাছে দোয়া কামনা করেন।

লিজার মা আরো জানান, লিজার সহপাঠী তৃনার বড় বোন জেবার মাধ্যমে সে প্রতিযোগীতায় অংশ নিয়েছে। জেবা তিন বছর ধরে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন। এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য লিজাকে উৎসাহ দেয় জেবা। প্রাথমিকভাবে লিজার ছবি ইন্দোনেশিায় পাঠালে সে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। আসা-যাওয়ার খরচ বহন করছেন প্রতিযোগিতার আয়োজকরা।

এদিকে, এলাকার মেয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ায় পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে। প্রতিদিন তার বাড়িতে লোকজন ভিড় করছে বলেও জানালেন লিজার মা।

আন্তর্জাতিক