পরিত্যক্ত একটি কূপে দীর্ঘ ১৫ দিন যাবৎ আটকা থাকার পর এক নারীকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। ভুট্টার শিষ এবং বৃষ্টির পানি পান করে জীবন যুদ্ধে টিকে থেকেছেন তিনি। ঘটনাটি ঘটেছে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশ। আজ বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের এক কূপের তলদেশ থেকে সু কিজিকে (৩৮) নামের ওই নারীকে উদ্ধার করা হয়।
খবরে বলা হয়, ভুট্টা ক্ষেতের আড়ালে থাকা কূপটি মাত্র এক মিটার চওড়া ও চার মিটার গভীর হলেও এর দেয়াল পিচ্ছিল ও খাড়া হওয়ায় সেখান থেকে এককভাবে ওঠে আসা অনেক কঠিন ছিল।
উদ্ধার কাজে অংশ নেয়া এক দমকল কর্মীর বরাত দিয়ে ওই সংবাদপত্রের খবরে বলা হয়েছে, সেখানে ১৫ দিন আটকা থাকায় সু কিজি নামের ঔ নারী একবারে শুকিয়ে গেছে।
অনলাইনে পরিবেশিত ছবিতে এক উদ্ধার কর্মীকে রশি বেয়ে কূপের ভেতর নামতে এবং সুকে কূপের তলায় পা গুটিয়ে বসে থাকতে দেখা যায়।
খবরে আরও হয়, তিনি সেখানে কাঁচা ভুট্টা খেয়ে প্রাণ রক্ষা করেন। ওইদিক দিয়ে যাওয়ার সময় তিনি ওই কূপে পড়ে যান।
উল্লেখ্য, গ্রামবাসীরা ভুট্টা কাটার সময় তার চিৎকার শুনে দমকল বাহিনীকে খবর দিলে এ ঘটনাটি প্রকাশ পায়।
সূত্র: এএফপি