মঙ্গলবার সকালে কাদের মোল্লার ফাঁসির আদেশ হওয়ার পরপরই ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ের ক্ষেত্রে গণজাগরণ মঞ্চের ভূমিকা রয়েছে। তারা দেশে ইতিহাস সৃষ্টি করেছে। এ জন্য তাদেরও ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণার পর তার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে আন্দোলন শুরু করে গণজাগরণ মঞ্চ। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস সংশোধন) বিল-২০১৩ জাতীয় সংসদে পাস হয়।
সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে উভয়পক্ষের আপিল করার বিধান রাখা হয়। যা আগে শুধু আসামিপক্ষের সুযোগ ছিল।