২০১৪-১৫ সালের মধ্যে উড়োজাহাজের সংখ্যা দ্বিগুণ করা হবে: ফারুক খান

২০১৪-১৫ সালের মধ্যে উড়োজাহাজের সংখ্যা দ্বিগুণ করা হবে: ফারুক খান

farukkanবেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান জানিয়েছেন, ২০১৪-১৫ সালের মধ্যে বিমান বহরে বৃহদাকার উড়োজাহাজের সংখ্যা বর্তমান সংখ্যার কমপক্ষে দ্বিগুণ অর্থাৎ আটটি থেকে ১৬ টিতে উন্নীত করা হবে।

রোববার নবম জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, বেসামরিক বিমান পরিবহণকে আধুনিকায়ন ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বোয়িং কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ি বিমান পর্যায়ক্রমে মোট ১০টি নতুন উড়োজাহাজ সংগ্রহ করবে। এর মধ্যে দুইটি ৭৭৭-৩০০ ইআর এবং দুইটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০১৯-২০ সালের মধ্যে সর্বাধুনিক চারটি ৭৮৭-৮ উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হবে।

সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদের প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, কক্সবাজার বিমান বন্দরকে আগামী ডিসেম্বর ২০১৬ নাগাদ আন্তর্জাতিক বিমান হিসেবে রুপান্তরের পরিকল্পনাও আমাদের রযেছে।

সংসদ সদস্য চেমন আরা বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে সরকার ঘোষিত কোনো পর্যটন নগরী নেই। তবে কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটন শিল্পের পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হয়েছে। মাস্টার প্ল্যানের সুপারিশ অনুযায়ি উন্নয়ন কার্যক্রম নেয়া হলে কক্সবাজার ও কুয়াকাটাকে পর্যটন নগরী হিসেবে ঘোষণা করা যেতে পারে।

বাংলাদেশ