আজ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামছে জয়

আজ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামছে জয়

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আজ রবিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামছেন। গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলে দুই দিনের নির্বাচনী প্রচারণামূলক সব ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। আজ রবিবার সকাল ১০টায় জয় গাজীপুরের টঙ্গীতে পথসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতা শুরু করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার ময়মনসিংহ যাচ্ছেন। দুপুর ১টায় ময়মনসিংহের মুক্তাগাছার আর কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন। বিকেল সাড়ে তিনটায় মুক্তগাছায় একটি পথসভা ও শহরের জিমনেসিয়ামে কর্মীসভায় ভাষণ দেবেন তিনি। প্রথমবারের মতো জয়ের আগমনে ময়মনসিংহে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। তাকে স্বাগত জানাতে ইতিমধ্যে নেতা-কর্মীরা নিয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামীকাল সোমবার টাঙ্গাইলে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা সদর, মধুপুর ও মির্জাপুরকে সাজানো হয়েছে অপরূপ সাজে। তিনি এরপর সকালে টাঙ্গাইল সদরে ভাসানী হলে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিকেলে ঢাকায় ফেরার পথে মির্জাপুরে পথসভায় তিনি বক্তব্য রাখবেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা জানান, সজীব ওয়াজেদ জয়ের আগমন উপলক্ষে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তিনি সোমবার সকালে ময়মনসিংহ হয়ে টাঙ্গাইল মধুপুর উপজেলার রানীভবানী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন।

রাজনীতি