বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

bgsরাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। রবিবার সকালে রাজধানীর বিজিবির সদর দপ্তর পিলখানায় বৈঠক শুরু হয়।

বিজিবির সদর দফতর রাজধানীর পিলখানায় অনুষ্ঠানরত বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ। আর ভারতের পক্ষে ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশী।
সম্মেলনের শুরুতে বিজিবির ডিজি বলেন, সীমান্ত এলাকায় বাংলাদেশি হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মানব ও মাদক পাচার, চোরাচালান প্রতিরোধ, উন্নয়ন অবকাঠামো নির্মাণসহ সীমান্ত ব্যবস্থাপনার নানা বিষয় নিয়ে আলোচনা হবে।উল্লেখ্য, সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফের প্রতিনিধি দল শনিবার সকালে ঢাকায় পৌঁছে।
বাংলাদেশ