হলিডে হাট উদ্বোধন, আরও ৯১টি হবে

হলিডে হাট উদ্বোধন, আরও ৯১টি হবে

রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় অধিদফতর সংলগ্ন মাঠে ‘সাপ্তাহিক সমবায় হলিডে হাট’ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার সকালে তিনি এই হাট উদ্বোধন করেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘কারওরান বাজারে এক শ্রেণীর সিন্ডিকেটের কাছে ক্রেতা ভোক্তা উভয়ই জিম্মি হয়ে আছে। এ হাট ক্রেতা ও ভোক্তা উভয়কেই সিন্ডিকেটের হাত থেকে উদ্ধার করবে। কারণ এখানে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব নেই। এখানে ক্রেতা যেমন তার প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন ন্যায্যমূল্যে, তেমনি বিক্রেতাও পাবেন তার যথাপোযুক্ত দাম।’

খুব শিগগিরই ঢাকায় আরো ৯১ জায়গায় এ ধরনের হাট চালু করা হবে বলে তিনি জানান। প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সবাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ হাট খোলা থাকবে।

হাটে চাল, ডাল, আটা, সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত সামগ্রীসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় রাজদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. কামাল উদ্দিনসহ প্রমুখ।

বাংলাদেশ