রাজশাহীর আলোচিত ব্যবসায়ী আমিনুল হককে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম খান এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন দোকানমালিক সারোয়ার হোসেন ও তার দোকানের কর্মচারী আবদুল হাকিম।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালে ১০ এপ্রিল রাজশাহী নগরীর আলুপট্টি এলাকার একটি বাড়ি থেকে আমিনুলকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন আমিনুলের বড় ভাই মনিমুল বাদি হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার একদিন পর ১২ এপ্রিল শহরের নওদাপাড়া এলাকা থেকে আমিনুলের ৯ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার সারোয়ার হোসেন ও আব্দুল হাকিম পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই একেএম এনামুল হক ২০১২ সালের ২৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।