আফগানিস্তানের উত্তরাঞ্চলের সামানগান প্রদেশে খনি ধসে ২৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। আরো ১৩ শ্রমিক এখনও খনিতে আটকা রয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি।
খবরে বলা হয়, আফগানিস্তানের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ সিদ্দিক আজিজি জানান, নিহত শ্রমিকরা আবখোরাক কয়লা খনিতে কাজ করতেন। খনির একাংশ ধসে গেলে তারা সেখানে আটকা পড়ে। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকাজে অংশ নেওয়া ৪ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরো ১৩ শ্রমিক খনিতে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানে সাম্প্রতিককালে এটিই সবচেয়ে বড় খনি দুর্ঘটনা।
এর আগে গত ডিসেম্বরে বাঘলান প্রদেশে এক খনি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ১১ শ্রমিক।