রাজধানীতে ৪০ লাখ টাকার ভিওআইপি যন্ত্রপাতিসহ আটক ২

রাজধানীতে ৪০ লাখ টাকার ভিওআইপি যন্ত্রপাতিসহ আটক ২

voipরাজধানীর শ্যামপুর থেকে ৪০ লাখ টাকার অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) যন্ত্রপাতিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো- আশিকুল ইসলাম (৩৫) ও সুবজ আহমেদ (৪০)।

শুক্রবার রাত র‌্যাব-২ এর সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চালানো অভিযান ফরিদাবাদ আবাসিক এলাকার আশকিন গেটের এ/১৪, ষষ্ঠ তলা থেকে আটক করে তাদের।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি রায়হান উদ্দিন খান জানান, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানে উদ্ধার হওয়া যন্ত্রাপাতির (মালামাল) মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

উল্লেখ্য, প্রতিদিন দেশে ১৪ কোটি মিনিট বৈধ বিদেশি কল টার্মিনেশন হওয়ার কথা থাকলেও সরকারি খাতায় তার পরিমাণ মাত্র ৫ কোটি মিনিট। বাকি ৯ কোটি মিনিট অবৈধভাবে ভিওআইপি ব্যবসায়ীরা লুটেপুটে খাচ্ছেন। এতে সরকারের ক্ষতি হচ্ছে প্রতিবছর ৭২০ কোটি টাকা। মোট অবৈধ এ ভিওআইপি ব্যবসায় প্রতিবছর বছর আড়াই হাজার কোটি টাকা দেশি-বিদেশি রাঘববোয়ালরা পকেটে পুড়ছেন।

বাংলাদেশ