রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম

রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম

hepagotশেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা সংগঠন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ৫০টি আসনের ভাগ চেয়ে প্রস্তাব দিতে যাচ্ছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে। এর মধ্যে বৃহত্তর চট্টগ্রামের আসন রয়েছে সাতটি। তবে আপাতত হেফাজতে ইসলামের এ প্রস্তাবকে বিএনপি নেতারা তেমন গুরুত্ব দিতে রাজি নন।

আজ শনিবার বেসরকারি টেলিভিশন সময় এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ঐ প্রতিবেদনটিতে বলা হয়, বিগত ২০১০ সালে প্রস্তাবিত নারী নীতির বিরোধিতার মাধ্যমে ধর্মীয় সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। পরবর্তী সময়ে ১৩ দফা দাবি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সরগরম করে তোলে সংগঠনটি। সর্বশেষ গত ৫ মে স্থায়ীভাবে অবস্থান নিতে গেলে ঢাকা শাপলা চত্বর থেকে তাদের বিতাড়িত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এখন চলছে তাদের নির্বাচনী প্রস্তুতি। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেন-দরবার করছে তারা।

প্রতিবেদনে আরো জানায়, আদর্শগত মিল থাকার কারণে নির্বাচনে অংশ নিতে বিএনপি-জামায়াত জোটের প্রতি আগ্রহ বেশি সংগঠনটির।

তবে বিএনপি নেতারা বলছেন, আগে ১৮ দলীয় জোটের শরীকদের মধ্যে আসন ভাগাভাগি হবে। পরবর্তী সময়ে দেখা হবে হেফাজতে ইসলামের আসন দাবির বিষয়টি।

উল্লেখ্য, প্রতিবেদনে তথ্য অনুযায়ী- বৃহত্তর চট্টগ্রাম থেকে হেফাজতে ইসলাম যে সাতটি আসন দাবি করছে তার মধ্যে বর্তমানে তিনটি বিএনপি এবং চারটি আওয়ামী লীগ ও মহাজোটের শরিক জাতীয় পার্টির দখলে রয়েছে।

রাজনীতি