অবশেষে সাফের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিল আফগানিস্তান। দশম সাফ ফুটবলের ফাইনালে ‘ব্লু টাইগার’ ভারতকে ২-০ গোলে হারিয়েছে আফগানরা।
বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তানের পক্ষে একটি করে গোল করেন মুস্তফা আজাদ জয় ও শানজার আহমেদি। খেলার নয় মিনিটে আফগানদের প্রথমে এগিয়ে দেন মুস্তফা। ডি বক্সের বাইরে থেকে বেলালের বাড়ানো পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
আর দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে ভারতের কফিনে শেষ পেরেকটি ঠোকেন শানজার। আবারো বেলালের অ্যাস্টিস্ট। আফগান এই মিডফিল্ডারের শট ভারতীয় গোলকিপার ফিঞ্চ করলে তা ২০১১ সালের সাফ চ্যাম্পিয়নদের জালে জড়ান শানজার।
যদিও ফাইনালের আগে পরিসংখ্যানের হিসেবে আফগানিস্তানের থেকে যোজন যোজন এগিয়ে ছিল ভারত। দক্ষিণ এশিয়ার ‘পাওয়ার হাউস’ ভারত যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে পাঁচ বারের দেখায় পাঁচ বারই হারায়। যার মধ্যে সবচেয়ে তাজা গেল ২০১১ সালের সাফ ফুটবলের ফাইনাল। ওই ম্যাচে ভারতের কাছে ৪-০ গোলে ভূপাতিত হয়েছিল জোয়াইব ইসলাম আমিরির দল।
উল্লেখ্য, ভারত সাফ ফুটবলের রেকর্ড ছয় বারের চ্যাম্পিয়ন। কিন্তু বুধবার সাফ ফুটবলের ফাইনালে ভারতকে মাঠে সেভাবে চোখে পড়ে নি। আগের পরিসংখ্যানকে পুরো মিথ্যা প্রমাণ করল তারা। আফগানিস্তানের কাছে ২-০ গোলে হেরে গেল। যা আফগানদের ফুটবলের বড় মঞ্চে প্রথম কোনো বড় শিরোপার স্বাদ পাইয়ে দিল।