জজ আদালতে ঐশীর জামিন আবেদন

জজ আদালতে ঐশীর জামিন আবেদন

পুলিশ দম্পত্তি হত্যার দায়ে গ্রেফতার তাদের একমাত্র মেয়ে ঐশীর জামিনের জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তার আইনজীবী মাহাবুব হাসান রানা ও রেজাউর রহমান টিংকু ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই জামিন আবেদন করেন। গত ৫ সেপ্টেম্বর নিম্ন আদালতে জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে এই আবেদন করা হয়।

বিচারক মোঃ জহুরুল হক আগামী ১ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেন। এজন্য তিনি নিম্ন আদালতের নথিও তলব করেছেন।

গত ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে ঐশী জবানবন্দি দেন। পরবর্তীতে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল মর্মে উল্লেখ করে ৫ সেপ্টেম্বর এ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত তা নথিভুক্ত রাখার নির্দেশ দেন। বর্তমানে ঐশী কাশিমপুর কারগারে আছেন।

উল্লেখ্য, ১৬ আগস্ট সন্ধ্যায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজ রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত মরদেহ রাজধানীর মিন্টো রোডের চামেলীবাগে নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ওই হত্যাকা-ের পর ঐশী রহস্যজনকভাবে নিখোঁজ ছিল। পরদিন ১৭ আগস্ট দুপুরে ঐশী পল্টন থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

শীর্ষ খবর