সূচকের উত্থানে লেনদেন চলছে

সূচকের উত্থানে লেনদেন চলছে

সূচকের উত্থানে শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবসে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে। ডিএসইতে সকাল ১১টায় ব্রড ইনডেক্স বেড়েছে ১৯ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই):  লেনদেনের ৩০ মিনিটে ব্রড ইনডেক্স ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪০৯৬ পয়েন্টে। এ সময় মোট ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টি, কমেছে ৩৯টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৩ কোটি ১৫ লাখ টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই): সকাল ১১ টায় দেখা গেছে সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৯৫৩ পয়েন্টে। এসময় মোট ৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৫টির আর অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকার।

অর্থ বাণিজ্য