বাংলাদেশে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন্স কারখানার দুর্ঘটনার শিকার শত শত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আজ বুধবার জেনেভায় তৈরি পোষাকের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে শ্রমিক ইউনিয়ন গুলোর এক গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হচ্ছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর মধ্যস্থতায় এই বৈঠকে ১২ টি ক্রেতা প্রতিষ্ঠান যোগ দিতে রাজী হলেও ওয়ালমার্ট, বেনেটো এবং ম্যাঙ্গোর মতো বিশটির বেশি নামকরা ব্রান্ড এতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
বৈঠকের উদ্যোক্তা, ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক জোট ইন্ডাস্ট্রি অল এবং পোশাক শিল্প শ্রমিকদের জন্য তৎপর এনজিও ক্লিন ক্লদস ক্যাম্পেইন, এসব কোম্পানির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে।
তারা বলছে, আন্তর্জাতিক ব্রান্ডগুলো কোনভাবেই বাংলাদেশের এসব দুর্ঘটনার ক্ষেত্রে তাদের দায় এড়াতে পারে না এবং ক্ষতিগ্রস্তদের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণের ব্যবস্থা তাদের করতে হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা নামে একটি বহুতল ভবন ধসে ১ হাজার ১৩৩ জনেরও বেশী মানুষ মারা যায়, যার বেশীরভাগই ছিল গার্মেন্টস শ্রমিক।
আর গতবছর নভেম্বর মাসে ঢাকার কাছে আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে এক অগ্নিকান্ডে সরকারী হিসেবে ১১২ জন মারা যায়। দুটি ঘটনাতেই আহত হয় আরও অসংখ্য মানুষ।
সূত্র: বিবিসি