সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম বলেছেন, হিযবুত তাহরীরকে মদদ দিচ্ছেন বিরোধীদলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘কিবরিয়া হত্যা, জঙ্গিবাদের উত্থান ও বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনার মিছিলে থাকে সাঈদী, নিজামীর অনুসারীরা, যারা গণতন্ত্র বিশ্বাস করে না। আপনি চাইলেও শান্তিপূর্ণ মিছিল করতে পারবেন না। কারণ এরা শান্তিপূর্ণ মিছিলে বিশ্বাস করে না। এরা গণতন্ত্রও বিশ্বাস করে না। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে আওয়ামী লীগ ও বিএনপি কেউই ক্ষমতায় যেতে পারবে না। অতএব আপনি ধ্বংসাত্মক রাজনীতি এবং জঙ্গিবাদের মদদ দেওয়া থেকে বিরত থাকুন।’
শেয়ারবাজারে ধস এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা উল্লেখ করেন তিনি বলেন, ‘আমরা এই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে চাই না।’
তিনি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়ার পরও ব্যাংকগুলো কেন বিনিয়োগ করছে না সেজন্য এসব ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। একই ভাবে যারা এখান থেকে টাকা উঠিয়ে নিয়েছে তাদের আবারও বিনিয়োগে বাধ্য করতে হবে।’
বঙ্গবন্ধু একাডেমীর ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন পল্টু।
বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমীর চেয়ারম্যান হেমায়েত উদ্দিন বীরবিক্রম, সাবেক সাংসদ হাজি মোহাম্মদ সেলিম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনরঞ্জণ ঘোষাল প্রমুখ।