মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ আজ সিরিয়া প্রসঙ্গে আলোচনার জন্য লন্ডনে একটি বৈঠকে বসবেন বলে জানা গেছে। এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমেরিকার প্রশাসন সিরিয়ায় অভিযান চালানোর জন্য প্রেসিডেন্ট ওবামার পক্ষে কংগ্রেসের সমর্থন পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর জন্য এমনিতেই লন্ডন একটি সুবিধাজনক গন্তব্য।
তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হেগ এমন একটি সরকারের প্রতিনিধিত্ব করছেন, যেটি সিরিয়ায় অভিযান প্রশ্নে নিজ দেশের পার্লামেন্টের সমর্থন লাভে ব্যর্থ।
ফলে প্রেসিডেন্ট ওবামা তার দেশের কংগ্রেসের কাছে ব্রিটেনের পথ অনুসরণ না করবার যে আবেদন জানিয়েছেন, ব্রিটিশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক তাতে কোনও সুবিধা যোগ করবে না বলেই মনে করছেন বিবিসির কূটনৈতিক সংবাদদাতা।
উল্লেখ্য, সিরিয়ায় অভিযানের সপক্ষে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এখন ইউরোপ সফর করছেন জন কেরি। লন্ডনের আগে তিনি প্যারিসে গিয়েও কথাবার্তা বলে এসেছেন।
ধারণা করা হচ্ছে, আজকের হেগ-কেরি বৈঠকে সিরিয়ায় বিদ্রোহীদের আরো সক্রিয় করবার বিষয়টি গুরুত্ব পাবে।
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ দেশটির সংকটের কোনো সমাধান দিতে পারবে কিনা সে নিয়েও সম্ভবত আলোচনা হবে তাদের।