সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
আজ লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট পর অর্থ্যাৎ বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয় ৫২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৩২টির এবং অপরির্বতিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।
অপরদিকে সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো-গ্রামীণ ফোন, সিভিও পেট্রোকেমিকেল, আরএন স্পিনিং, মিথুন নিটিং, স্কয়ার ফার্মা, তাল্লু স্পিনিং, হাইডেলবার্গ সিমেন্ট, বিএসসিসিএল, রেনেটা ও বিএসসি।
অন্যদিকে, গতকাল রোববার ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে চার হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করে এবং লেনদেন হয় ৩৪১ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৭১ কোটি টাকা।