দুই ক্লাস কম ম্যাট্রিক পড়ে গণঅভ্যুত্থান করা যায় না: সুরঞ্জিত

দুই ক্লাস কম ম্যাট্রিক পড়ে গণঅভ্যুত্থান করা যায় না: সুরঞ্জিত

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার সেনা-অভ্যুত্থান ব্যর্থ হয়েছে।’ গণ-অভ্যুত্থানও ব্যর্থ হবে। দুই ক্লাস কম ম্যাট্রিক পড়ে গণ-অভ্যুত্থান করা যায় না।’

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা পার্কে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাবাহিনীতে কিছু ধর্মান্ধ ঢুকিয়ে সেনা-অভ্যুত্থানের চেষ্টা করেছেন অভিযোগ করে সুরঞ্জিত সেনগুপ্ত খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘এ অভ্যুত্থান ছিল জঙ্গিদের অভ্যুত্থান।’

বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ধ্বংসের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সত্যের রাজনীতি করার জন্য এগিয়ে আসুন।’

জনসভায় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দক্ষিণ এশিয়ার সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে।’

রেলকে গণপরিবহন আখ্যায়িত করে রেলমন্ত্রী বলেন, ‘রেলে গরিব শ্রেণির মানুষরা কম খরচে নিরাপত্তার সঙ্গে চলাচল করতে পারেন। অতীতের সরকাগুলো রেলকে ধ্বংস করেছে।’

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতিকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করতে হবে।’

জেলার উন্নয়ন প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, উত্তারঞ্চলকে ২টি ভাগে ভাগ করে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে পার্শ্ববর্তী দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে।

ভারতের কাছ থেকে পাওয়া ট্রেনের নতুন ১০টি ইঞ্জিনের মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জের জন্য বরাদ্দ দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

এর আগে সকালে রেলমন্ত্রী স্থানীয় সার্কিট হাউসে জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি আড়াই কোটি টাকা ব্যয়ে চাঁপাইনাবাগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা পরিষদের প্রশাসক মাইনুদ্দীন ম-ল, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

রাজনীতি শীর্ষ খবর