রামগতি ও কমলনগরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। মেঘনার ভয়াবহ ভাঙন প্রতিরোধের দাবিতে রামগতি ও কমলনগর উপজেলায় এ হরতালের আহ্বান করা হয়েছে।এ ভাঙনের পক্ষে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে এক সপ্তাহ যাবৎ স্বস্ব এলাকায় গণমিছিল, আলোচনা সভার আয়োজন করে হরতাল আহ্বানকারীরা।
কমলনগর উপজেলার নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মোত্তালেব এবং ছাত্র-জনতা ঐক্য পরিষদের উদ্যোগে রামগতি উপজেলার আলেকজান্ডার রক্ষা মঞ্চের সমন্বয়কারী ইসমাইল হোসেন রায়হান এ হরতাল কর্মসূচির ঘোষণা করেন।
উল্লেখ্য, রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনার অব্যাহত ভাঙনে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ হাজার হাজার একর ফসলি জমি ইতিমধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে। হাজার হাজার পরিবার আজ পথের ভিখারী। এ অবস্থা চলতে থাকলে এ ২টি উপজেলার অস্তিত্বও থাকবে না। ভাঙন রোধের ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা।