নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব যুক্তরাজ্যে গেছেন। যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে ব্রিটানিয়া রয়েল নেভি কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। সেখানে ‘ফিউচার মেরিটাইম অপারেশন্স কনফারেন্স-২০১৩ যোগ দেবেন এম হাবিব।
ব্রিটানিয়া রয়েল নেভি কলেজ (বিআরএনসি) নৌবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ১৮৬৩ সালে স্থাপিত এ প্রতিষ্ঠান থেকে যুক্তরাজ্য ছাড়াও পৃথিবীর ২০ টিরও নৌবাহিনীর কর্মকর্তাগণ প্রশিক্ষণ লাভ করে থাকেন। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের ৪১ জন নৌ-কর্মকর্তা এখান থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
নৌপ্রধানের এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ নৌ পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী বেগম হাফিজা হাবিব ও ২ জন কর্মকর্তা রয়েছেন। ১৬ সেপ্টেম্বর নৌবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্য নৌবাহিনীর ফাস্ট সি লর্ড ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল স্যার জর্জ জাম্বেলাসসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।