টরন্টো চলচ্চিত্র উৎসবে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত ‘দ্য ফিফথ এস্টেট’ মুভিটি সম্প্রতি প্রিমিয়ার শো হয়েছে। তবে ছবিটি দেখে মনঃক্ষুণ্ণ জুলিয়ান আসাঞ্জ।
‘দ্য ফিফথ এস্টেট’ মুভিটি যতটা না রোমাঞ্চকর, তার চেয়ে বেশি কৌতুহলোদ্দীপক৷ ছবিটিতে আসাঞ্জের ভূমিকায় অভিনয় করেছেন বৃটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। যিনি ইদানীং শার্লক হোমস-এর আধুনিক সংস্করণের মূল চরিত্রে অভিনয় করে বেশ সাড়া তুলেছেন৷ প্রিমিয়ারে তিনি বললেন, ‘উৎসবে দ্য ফিফথ এস্টেট’ অন্য মাত্রা যোগ করেছে। মুভিটিকে গণ সাংবাদিকতার প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন তিনি৷
আসাঞ্জের এক সময়ের অন্যতম বিশ্বস্ত সহযোগী ড্যানিয়েল ডোমশেট বার্গ-এর লেখা একটি বইয়ের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে মুভিটি৷ উল্লেখ্য, ২০০৭ সালে উইকিলিকসে যোগ দিয়েছিলেন ড্যানিয়েল৷
ছবিটির ব্যাপারে বেশ মনঃক্ষুণ্ণ হয়েছেন আসাঞ্জ এবং এর সমালোচনা করেছেন৷ ‘অ্যান্টি-উইকিলিকস’ মুভি হিসেবে এটিকে আখ্যায়িত করেছেন তিনি।