দক্ষিণ এশিয়ার দ্বীপ মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এবার নির্বাচনের প্রধান ইস্যু ধর্ম, জাতীয়তাবাদ, শিক্ষা ও অর্থনীতি।
সেনাবাহিনী ও পুলিশের এক অভ্যুত্থানে দেশটির ইতিহাসে প্রথম অবাধ নির্বাচনে জয়ী মোহাম্মদ নাশিদ গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে নাশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জয়ের ব্যাপারে ‘খুবই আত্মবিশ্বাসী’ বলে মন্তব্য করেছেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তার উত্তরসূরি ওয়াহিদ হাসান মানিক।
নির্বাচনে দুই লাখ ৩৯ হাজারেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
২০১২ সালের ফেব্রুয়ারিতে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ নাশেদ ক্ষমতা ছাড়ার পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া