মীর কাশেমের বিরুদ্ধে অভিযোগ গঠন

মীর কাশেমের বিরুদ্ধে অভিযোগ গঠন

mirk৭১- এর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলীর বিরুদ্ধে ১৪ অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার সকালে বিচারপতি ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই অভিযোগ গঠন কওে বিচার শুরুর আদেশ দেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানাদাশ গুপ্ত ও সুলতান মাহমুদ শিমন জানান, এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু হলো। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হবে। এরপর সাক্ষ্যগ্রহণ হবে।

তারা জানান, ট্রাইব্যুনাল আইনের ৪(১) ও ৪(২) ধারা অনুসারে জামায়াত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ আনা হয়।

প্রসিকিউটর রানাদাশ গুপ্ত ও সুলতান মাহমুদ শিমন জানান, একাত্তরে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও নিরস্ত্র মানুষকে চট্টগ্রামের ডালিম হোটেলে ও বিভিন্ন চামড়ার গুদামে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয় মীর কাশেম আলীর নেতৃত্বে।

বাংলাদেশ