তত্ত্বাবধায়ক আসুক বা না আসুক বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে: রফিক-উল হক

তত্ত্বাবধায়ক আসুক বা না আসুক বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে: রফিক-উল হক

Rofiqe-ul-haqueসুপ্রিমকোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক দাবি করেছেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ‘যৌথ সরকারের অধীনে’ নির্বাচন হলেও বিএনপি বিপুল ভোটে জিতবে।”

তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন দাবি করেন।

এ সময় এ প্রবীণ আইনজীবী বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘মানুষকে গালাগাল করবে না। মানুষ জানে এখন কোথায় ভোট দিতে হবে। তত্ত্বাবধায়ক আসুক বা না আসুক আপনারাই বিপুল ভোটে জয় লাভ  করবেন।’

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে নতুন প্রস্তাব তুলে ধরে রফিক-উল হক বলেন, ‘ক্ষমতাসীন দল ছাড়া বাকি দলগুলো যেহেতু দলীয় সরকারের  অধীনে নির্বাচন চায় না। সে ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার না হলে একটি যৌথ  সরকার হতে পারে।’

মিডিয়ার আধিক্যতার কারণে ভোট চুরির সুযোগ কমে গেছে বলেও এ সময় দাবি করেন প্রবীণ এই আইনজীবী।

এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ঢাবি অধ্যাপক তাজমেরী এএসএ ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, চলচ্চিত্রকার গাজী মাজহারুল হক আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ