সিরিয়ায় হামলা চালালে পরিণতি ভালো হবে না: পুতিন

সিরিয়ায় হামলা চালালে পরিণতি ভালো হবে না: পুতিন

putinসিরিয়ায় হামলা প্রসঙ্গে একতরফা সিদ্ধান্তের বিরোধীতা করে আমেরিকা ও তার জোট সঙ্গীদের সর্তক করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, “জাতিসংঘের অনুমোদন ছাড়া সিরিয়ায় সামরিক হামলা চালানো হবে আগ্রাসনের শামিল।”

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, “সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহার সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলেও রাশিয়া সিরিয়ায় সামরিক অভিযান চালানোর ব্যাপারে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করবে না।”

এদিকে সিরিয়ায় দেশটির সরকার রাসায়নিক ক্যামিক্যাল ব্যবহার করেছে অভিযোগে প্রায় হামলার প্রস্তুতি শুরু করেছে আমেরিকার ওবামা সরকার। ইতোমধ্যেই সিরিয়া হামলা প্রশ্নে ওবামার খসড়া প্রস্তাবে সিনেটের একটি গুরুত্বপূর্ণ কমিটি অনুমোদন দিয়েছে।

গতকাল মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে সঙ্গে নিয়ে রিপাবলিকান পার্টির স্পিকার জন বোয়েনারসহ জাতীয়নিরাপত্তা কমিটিগুলোর চেয়ারম্যান এবং সদস্যদের সাথে দেখা করে ওবামা। পরে সিরিয়ায় অভিযান প্রশ্নে প্রেসিডেন্ট ওবামাকে সমর্থন দেবার কথা জানান জন বোয়েনার এবং এরিক ক্যান্টর। তবে সংখ্যালঘু ডেমোক্রেট সদস্যদের নেতা ন্যান্সি পেলোসি প্রেসিডেন্টের পরামর্শকে সমর্থন দেয়ার কথা বললেও সিরিয়া প্রশ্নে আমেরিকার জনগণের সমর্থন আদায়ের প্রয়োজন আছে বলে তিনি উল্লেখ করেন।

মিস পেলোসি বলেন, ‘প্রেসিডেন্ট আসাদের রাসায়নিক অস্ত্রের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যুদ্ধজাহাজ এবং সেনা-বহর পাঠানো একটা বিলাসিতা যেটা এই মুহূর্তে আমেরিকার সামর্থ্যের বাইরে।’

এদিকে, ওয়াশিংটন থেকে বিবিসির সংবাদদাতা বলছেন, ওবামার জন্য এখন সবচাইতে কঠিন কাজটাই বাকী রয়ে গেছে। আর সেটা হল তাকে সিরিয়ায় হামলা চালানো প্রশ্নে আমেরিকার জনগণের সমর্থন আদায় করতে হবে। জাতীয় জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে সিরিয়ায় সম্ভাব্য হামলার বিপক্ষে জনমত ক্রমেই বাড়ছে।

বিবিসির খবরে বলা হয়, প্রতি দশজন আমেরিকানের মধ্যে ছয় জন সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার বিপক্ষে, এমনকি আইন-প্রণেতারাও এই প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে

উল্লেখ্য,  গত ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে আসাদ সরকারের বিরুদ্ধে কথিত রাসায়নিক হামলার অভিযোগ এনে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর প্রস্তাব দেয় আমেরিকা।

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক